image image image

বিষয়:পৌরনীতি ও সুশাসন

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান ?

ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক গ. সামাজিক ঘ.সাংস্কৃতিক

প্রশ্ন-২. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী ?

ক. Civics খ. Civis গ. Civies ঘ. Civitas

প্রশ্ন-৩. সুন্দর নাগরিক জীবন গড়ে তোলা পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য। মিতব্যয়ী ও স্বাবলম্বী হতে শেখানো অর্থনীতির কাজ। জ্ঞানের এই দুটি শাখা তাই পরস্পরের কী ?

ক. বিকল্প খ. প্রতিযোগী গ. পরিপূরক ঘ. বিরোধী

প্রশ্ন-৪. Civis ও Civitas কোন ভাষার শব্দ ?

ক.লাতিন খ. গ্রিক গ. ফরাসি ঘ. স্প্যানিশ

প্রশ্ন-৫. ‘সিভিস’ ও ‘সিভিটাস’ শব্দের অর্থ যথাক্রমে কী কী ?

ক. দেশ ও রাষ্ট্র খ. রাষ্ট্র ও নগর গ. নাগরিক ও নগররাষ্ট্র ঘ. নগররাষ্ট্র ও নাগরিক

প্রশ্ন-৬. জর্জ হ্যারিসন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট করেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের জন্য দান করেছিলেন। এ সময় তার নাগরিকত্ব কোন প্রকৃতির ছিল ?

ক. স্থানীয় খ. জাতীয় গ. আন্তর্জাতিক ঘ. সামাজিক

প্রশ্ন-৭. প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল ?

ক. বিশ্বরাষ্ট্র খ. জাতীয় রাষ্ট্র গ. নগররাষ্ট্র ঘ. যুক্তরাষ্ট্র

প্রশ্ন-৮. প্রাচীনকালে কোথায় কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল ?

ক. গ্রিসের এথেন্স ও স্পার্টায় খ. গ্রেট ব্রিটেনের লন্ডন ও ব্রিস্টলে গ. আমেরিকার নিউইয়র্ক ও ডালাসে ঘ. মিসরের কায়রো ও আলেকজান্দ্রিয়ায়

প্রশ্ন-৯. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সব প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তা–ই পৌরনীতি।’ উক্তিটি কার ?

ক. সক্রেটিস খ. এফ আই গ্রাউড গ. অ্যারিস্টটল ঘ. ই এম হোয়াইট

প্রশ্ন-১০. পৌরনীতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে ?

ক. সামাজিক খ. রাজনৈতিক গ.ধর্মীয় ঘ. সাংস্কৃতিক

প্রশ্ন-১১. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে ?

ক.গার্নার খ. লাস্কি গ. ম্যাকাইভার ঘ.ই এম হোয়াইট

প্রশ্ন-১২. জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে ?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে গ. প্রাক্​মধ্যযুগে ঘ. আধুনিক যুগে

প্রশ্ন-১৩. নগররাষ্ট্রের স্কুলে আধুনিক যুগে কীরূপ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে ?

ক. বিশ্বরাষ্ট্র খ. রাজতান্ত্রিক সাম্রাজ্য গ. জাতীয় রাষ্ট্র ঘ. প্রকৃতির রাজ্য

প্রশ্ন-১৪. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান কোনটি ?

ক. অর্থনীতি খ. সমাজবিজ্ঞান গ.ইতিহাস ঘ. পৌরনীতি ও সুশাসন

প্রশ্ন-১৫. নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখা, তার নাম কী ?

ক. অর্থনীতি খ. পৌরনীতি ও সুশাসন গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র

প্রশ্ন-১৬. মানবসভ্যতা রক্ষার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের জনপ্রিয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন কে ?

ক. ই এম হোয়াইট খ. এফ আই গ্রাউড গ. জর্জ বার্নার্ড শ ঘ. জ্যা জ্যাক রুশো ‍

প্রশ্ন-১৭. পৌরনীতি ও সুশাসন পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয় ?

ক.আত্মস্বার্থে খ. রাজনীতিতে গ.দেশপ্রেমে ঘ.সাহিত্যচর্চায়

প্রশ্ন-১৮. Polites ও Polis শব্দ দুটির অর্থ যথাক্রমে কী কী ?

ক. নাগরিক ও রাষ্ট্র খ. জাতীয় রাষ্ট্র ও নাগরিক গ. নগররাষ্ট্র ও নাগরিক ঘ. নাগরিক ও নগররাষ্ট্র

প্রশ্ন-১৯. Polites & polis শব্দের অর্থ কোন ভাষার ?

ক. গ্রিক খ. লাতিন গ. ইংরেজি ঘ. জার্মান

২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ক

প্রশ্ন-২০. বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করে ?

ক. ১৯৮৫ খ. ১৯৮৯ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫

প্রশ্ন-২১. The Republic গ্রন্থের লেখক কে ?

ক. প্লেটো খ. অধ্যাপক লাস্কি গ. অধ্যাপক গার্নার ঘ. অধ্যাপক গেটেল

প্রশ্ন-২২. ‘রাষ্ট্রবিজ্ঞানে এটা ধরে নেওয়া হয় যে মানুষ রাজনৈতিক জীব। কিন্তু মানুষ কীভাবে ও কেন রাজনৈতিক জীব, সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়।’—এ উক্তিটি কার ?

ক. অধ্যাপক গার্নার খ. অধ্যাপক গেটেল গ. ই এম হোয়াইট ঘ. এফ আই গ্রাউড

প্রশ্ন-২৩. ‘শাসক যদি ন্যায়বান হন, তাহলে আইন অনাবশ্যক। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন নিরর্থক।’—এ উক্তিটি কার ?

ক. সক্রেটিস খ. প্লেটো গ.অ্যারিস্টটল ঘ. ম্যাকাইভার

প্রশ্ন-২৪. সুনাগরিক হওয়ার শিক্ষা দান করে জ্ঞানের কোন শাখা ?

ক. ইতিহাস খ. অর্থনীতি গ. পৌরনীতি ও সুশাসন ঘ. নীতিশাস্ত্র

প্রশ্ন-২৫. ‘সমাজবিজ্ঞানের বিষয়গুলো পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞানের সাহায্য ছাড়া আলোচনা করা সম্ভব নয়।’—এ উক্তিটি কার ?

ক. মরগান ও গিডিংসের খ. প্লেটো ও অ্যারিস্টটলের গ. মরগান ও ম্যাকাইভারের ঘ. গিডিংস ও গার্নারের

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন